কানের ভিতরে শব্দের (Tinnitus) চিকিৎসা

কানের ভিতরে শব্দের (Tinnitus) চিকিৎসা


কানের ভিতরে শব্দ (Tinnitus):

কানের সমস্যা – কানের ভেতর সব সময় শাঁ শাঁ শব্দ


বাহিরের স্বাভাবিক শব্দ ছাড়া কানের ভিতরে নিজ থেকে শব্দ অনুভূত হওয়াকে  Tinnitus বা কানের ভিতরে শব্দ বলে। হোমিওপ্যাথি মতে কানের ভিতরে প্রায় ১১০০ লক্ষণের শব্দ হতে পারে।
কারো শব্দ হঠাৎ করে আসে, অনেক সময় চলেও যায়। কারোটা স্থায়ীভাবে থেকে যায়। রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক, ব্যথিত জন ছাড়া অন্যের পক্ষে এ রোগের যন্ত্রণা উপলব্ধি করা প্রায় অসম্ভব।

কানের ভিতরে শব্দের কারনঃ

  • কানে খৈল জমা।
  • বহিঃকর্ণে কোন বস্তু আটকে যাওয়া
  • মধ্যঃকর্ণে কফ জমা
  • কানের পর্দা ফাটা
  • কানে প্রদাহ
  • মধ্যঃকর্ণের অস্থির নড়াচড়া
  • অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি
  • শ্রবণসংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া
  • কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন সেবন ও ব্যাবহার
  • বার্ধক্যজনিত কারণে ৬০ বছরের বেশি বয়সে রক্তশূন্যতা, দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ, মানসিক অস্থিরতা, ভাইরাস সংক্রমণ ইত্যাদি।

সাবধানতা:

  • ময়লা, ধারালো ও শক্ত কিছু দিয়ে কখনোই কান পরিষ্কার করা যাবেনা।
  • সর্দি লাগে বা কানে প্রদাহ হয় এমন পরিবেষ এড়িয়ে চলতে হবে।
  • কানের ভিতরে হালকা তৈলাক্ত অবস্থা থাকা স্বাভাবিক তাই এগোল পরিষ্কার করা যাবেনা।
  • কানে প্রদাহের প্রাথমিক অবস্থায় হোমিও চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হতে হবে।
সমস্যা: আমার মায়ের বয়স ৫০ বছর। তিনি একজন গৃহিণী। তিন বছর ধরে তিনি কানের সমস্যায় ভুগছেন। কানের ভেতর সব সময় শাঁ শাঁ শব্দ শুনতে পান। মাঝেমধ্যে এত শব্দ করে যে তাঁর মাথা ধরে যায়। নাক, কান, গলা বিভাগের কয়েকজন বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করেছেন, কিন্তু তেমন কোনো উপকার পাননি। চিকিৎসকেরা বলেছিলেন, এটি তেমন কোনো সমস্যা নয়। কানের কয়েকটি পরীক্ষা করানো হলেও কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু এখন আমার মায়ের এ সমস্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। রাতে ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমার মা কী ধরনের সমস্যায় ভুগছেন? কীভাবে এর সমাধান হতে পারে?
সাদিক, হোসেনপুর।
সমাধান: আপনার মায়ের কানের মধ্যে যে শব্দ হয়, এটা এক ধরনের উপসর্গ, কোনো রোগ নয়। চিকিৎসাবিজ্ঞানে আমরা একে টিনিটাস বলি। এটা কখনো কানের রোগের সঙ্গে, আবার কখনো শরীরের অন্য সমস্যার জন্য দেখা দিতে পারে। ৫০ বছর পর সাধারণত বয়সজনিত বধিরতা, উচ্চ শব্দজনিত বধিরতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোস্কেলেরোসিস ও মেনিয়াজ রোগের কারণে এমনটা হতে পারে। আর কানবর্হিভূত রোগের মধ্যে এনিমিয়া, থাইরয়েডের সমস্যা, স্নায়ুরোগ, হতাশা ও দুশ্চিন্তায় এমন উপসর্গ দেখা দিতে পারে। আপনার মায়ের কানের অডিও মেট্রি বা শ্রবণমাত্রা পরিমাপ করা প্রয়োজন। কানে যদি শ্রবণমাত্রা কম থাকে, তাহলে কানের রোগ আছে বলে মনে করা যাবে। অনেক সময় কিছু ওষুধের সাহায্যে টিনিটাস ভালো হয়; আবার টিনিটাস মাসকার ব্যবহার করলেও উপশম পাওয়া যেতে পারে। 

চিকিৎসা:
হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল, কার্যকরী ও স্থায়ী চিকিৎসা রয়েছে। রোগকে মূল থেকে সম্পূর্ণরূপে আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি।

২৩টি মন্তব্য:

  1. কানের শো শো শবদ ভালো হয়না কি করবো

    উত্তরমুছুন
  2. আমার বাম কানে শব্দ করে, এখন করনীয় কি?

    উত্তরমুছুন
  3. আমার বাম কানে শব্দ করে, এখন করনীয় কি?

    উত্তরমুছুন
  4. আমার বাম কানে শব্দ করে, এখন করনীয় কি?

    উত্তরমুছুন
  5. আমার ডান কানে শা শা শব্দকরে কি করণী?

    উত্তরমুছুন
  6. আমার এ টিনিটাস সমস্যা ৪-৫ বছর থেকে। আলোপ্যাথিক, জিনোবা, বিলোবা, ফ্লেক্সো, রূপিন ও কানের ড্রপ, নাকের ড্রপ ব্যবহার করেও সমাধান হয়নি। কিছুদিন কমে থাকে। আবার হয়। এখন শুনতেও সমস্যা ও বিষন্ন লাগে সমাধান দিন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কানে শো শো শব্দের জন্য জিনোবা,সিনারন খেয়ে কোনো দির্ঘ মেয়াদী উপকার পাই নি।

      মুছুন
  7. আমার কানে তিন বছর ধরে এই শো শো শব্দ টি হয় এবং ঘুম এর সমস্যা ও হয় এখন কি করবো সমাধান দিন

    উত্তরমুছুন
  8. আমার কানে ১৫ দিন ধরে এই শো শো শব্দ টি হয় কম শুন্তে পাই! এবং ঘুম এর সমস্যা ও হয় এখন কি করবো সমাধান দিন

    উত্তরমুছুন
  9. আমার বাম কানে শব্দ করে, এখন করনীয় কি?

    উত্তরমুছুন
  10. আমি গত ১বছর শু শুশব্দকরে সিনারন বেলুয়ার ৬মাস খাইছি এখন কি করতে পারি

    উত্তরমুছুন
  11. ৫ বছর ধরে বাম কানে শো শো করে কোন সমাধান পাই না। বয়স ৩১। কি করবো,

    উত্তরমুছুন
  12. এই রোগের সমাধান চাই। আমিও অনেক দিন থেকে ভুগছি।

    উত্তরমুছুন
  13. আমি বাম কানে শুনিনা। কোন চিকিৎসা আছে?

    উত্তরমুছুন
  14. আমার 2/3 বছর থেকে বাম কানে ঝি ঝি শব্দ করে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোন ফল পাইনি ড. প্রান গুপাল স্যার কে ও দেখাইছি কোন উপকার হয়নি এখন সমাধান পাওয়ার কি উপাত্ত আছে??

    উত্তরমুছুন
  15. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মত আমার একই সমস্যা।আমি গতমাসে মাসাসী তমিওকা নামের একজন ইএনটি জাপানি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি।তিনি আমাকে নিচের ঔষুধগুলো দিয়েছেন।
      Tab : nervex (0.5mg)
      1+1+1
      Tab: vinton (5mg)
      Tab: traxil
      1+0+1
      একনাগাড়ে ৩ মাস সেবন করতে দিয়েছে।উল্লেখ্য আমার রিপোর্টে কোন সমস্যা ধরা পড়ে নি।যদি প্রান গোপাল দত্ত স্যার আপনাকে কি ঔষুধ দিয়েেছে জানাতেন তাহলে আপনার ঔষুধগুলোর গ্রুপের সাথে আমার ঔষুধগুলোর গ্রুপ মিলিয়ে দেখতাম।

      মুছুন
  16. ভাই এরা প্রতারক কেউ এদের থেকে চিকিৎসা নিয়েন না। বাস্তবে টিনিটাস ভালো হয়না।

    উত্তরমুছুন
  17. The best slots for free, casinos, and the classics - Drm CDC
    The Best Slots for Free, Casinos, 군산 출장샵 and The 전주 출장샵 Classic 양산 출장안마 · Classic Slot Machines by the Play The Top 강원도 출장안마 10 Best Casinos in 영천 출장샵 USA.

    উত্তরমুছুন